ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সিরাজগঞ্জে রিকশা-ভ্যান শ্রমিকদের ধর্মঘট

আরটিভি অনলাইন রিপোর্ট, সিরাজগঞ্জ

রোববার, ২৯ জানুয়ারি ২০১৭ , ০৩:১৯ পিএম


loading/img

সিরাজগঞ্জে ধর্মঘট পালন করছে রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন। পৌর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধের দাবিতে রোববার সকাল থেকে সিরাজগঞ্জ পৌর এলাকায় এ ধর্মঘট চলছে।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক আবুল কালাম জানান, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরা সাধারণত রিকশায় চলাচল করে। এতে যা আয় হয় তা দিয়ে সংসার চলে না। এরমধ্যে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইক যাত্রীবহন করায় যাত্রীরা আর রিকশায় উঠতে চায় না। এ কারণে অটোরিকশা-ইজিবাইক বন্ধের দাবিতে ধর্মঘট পালন করছে তারা।

অন্যদিকে  ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতির পক্ষে থেকে জানানো হয়, পৌর শহরের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে না।

বিজ্ঞাপন

এদিকে রিকশা ও ভ্যান ধর্মঘটের ফলে বিপাকে পড়েছে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ মানুষ।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |